Rehman Comments
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

আমার ঈশ্বর

Go down

আমার ঈশ্বর  Empty আমার ঈশ্বর

Post by Admin Tue Jul 28, 2015 9:41 am

লেখার প্রথমেই আমি আমার নিজের সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে নেই । আমি খুব স্বল্প শিক্ষিত অল্প জ্ঞানের অতি সাধারণ একজন মুক্তমনের মানুষ । আর বিজ্ঞান সম্পর্কে আমার ধারণা একেবারেই সীমিত , আপনি যদি আমাকে সকালে এক গ্লাস জলের সাথে , বিবর্তন তত্ত্ব , মহাকর্ষ অভিকর্ষ তত্ত্ব , আর বিগ ব্যাং থিওরী মিশিয়ে খাইয়ে দেন , তাহলে তা বিকেল বেলায় আমার গোপন অঙ্গের মাধ্যমে টয়লেটের কমোডে গিয়ে ছিটকে পড়ে ।
তাই এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাই না । আমার শিক্ষার সবচেয়ে বড় ক্ষেত্রটা হচ্ছে প্রকৃতি এবং বাস্তবজীবন । আর তাই আমি সহজ ভাষায় বুঝতে চেষ্টা করি , সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি ।
মূল কথায় আসি , একজন আস্তিক ঈশ্বরে বিশ্বাস করে , সে বিশ্বাস করে তার একজন সৃষ্টিকর্তা আছে যেই এই মহাবিশ্বের মালিক , এবং তার কিছু নিয়ম নীতি আছে , যা মেনে না চললে তার ঈশ্বর তাকে পরকালে শাস্তি দিবেন , আর মেনে চললে ঈশ্বর তাকে পুরস্কৃত করবেন ।
কিন্তু একজন নাস্তিক কি ঈশ্বরে বিশ্বাস করে ?
উত্তর :- না
তবে আমার ঈশ্বর আছে , কি অবাক হলেন ? নাস্তিকরের আবার কেমন ঈশ্বর ?? !
আসুন আমার ঈশ্বর সম্পর্কে আপনাদের কিছু বর্ণনা দেই ।
আমার ঈশ্বর বহু হাত পা ওয়ালা কোন লোক নন , আবার নিরাকার অদৃশ্য কেউ ও নন । আমার ঈশ্বরকে আমি প্রতিদিন দেখি , তাকে অনুভব করি । আমার ঈশ্বরের কোন জ্ঞান বা বোধ শক্তি নেই । তিনি কখন কি করেন নিজেই জানেন না ।
আমার ঈশ্বরের শুধু সৃষ্টি আর ধবংস করার প্রবল ক্ষমতা আছে । আমার ঈশ্বর তার সৃষ্টিকূলের প্রতি কোন নিয়ম নীতি এবং এবাদত করার কথা বলেননি ।
জিজ্ঞেস করতে পারেন এ আবার কেমন ঈশ্বর , ??
কে সেই ঈশ্বর ? কি নাম তার ?? !
তাহলে শুনুন , আমার ঈশ্বর হচ্ছে প্রকৃতি , মহাজাগতিক বিশাল শক্তি । যার শক্তির কাছে এই পৃথিবী অতি নগন্য । আমি বিশ্বাস করি আমরা সবাই প্রকৃতির সন্তান ।
আমিও আমার ঈশ্বরের ইবাদাত করি , কিন্তু আপনার মতো মসজিদ , মন্দির , গীর্জায় গিয়ে নয় , আমি আমার ঈশ্বরের এবাদত সবখানেই করতে পারি । তাকে ভালোবেসে , তার সৃষ্টিজগতকে ভালোবেসেই আমি আমার এবাদত সম্পন্ন করি ।
আমি যদি কোন অন্যায় আচরণ করি তাহলে আমার ঈশ্বর আমাকে শাস্তি দেয় । আবার ভালো কাজের জন্য উপহার ও দেয় ।
কিন্তু আপনার ঈশ্বরের মতো বাকিতে নয় , আমার ঈশ্বর নগদে বিশ্বাসী , আপনি যদি কোন অন্যায় করেন তাহলে আপনার ঈশ্বর শুধু আপনাকেই শাস্তি দেয় । আর এ ক্ষেত্রে আমার ঈশ্বর ভিন্ন আমার অন্যায় কাজের জন্য তিনি পুরো সৃষ্টিজগতকেই শাস্তি দেন । তদ্রূপ ভালো কাজেও তাই । কারণ আমি আগেই বলেছি , আমার ঈশ্বরের কোন জ্ঞান ও বোধ শক্তি নেই ।
যেমন ধরুন আমি আমার বাড়ির পাশের কিছু বৃক্ষ নিধন করলাম , অথবা রোপণ করলাম । আর তার সুফল এবং কুফল দুটোই পুরো সৃষ্টিজগত ভোগ করে ।
আমার ঈশ্বরের কাছে , পরকাল বলতে কোন শব্দ নেই ।
আর জান্নাত এবং জাহান্নামের ঠিকানা তিনি প্রতিটি মানুষের অন্তরেই দিয়ে দিয়েছেন ।
আজ এখানেই শেষ করছি ।
পুরোপুরি পড়ার জন্য ধন্যবাদ ।

Admin
Admin

Posts : 2
Join date : 2015-07-28

http://rehmancomments.freeforums.biz

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum